সারাদেশে

পাথর কোয়ারির লিজ বন্ধে কোম্পানীগঞ্জে প্রতিবাদ সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোন পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না, বন ও পরিবেশ উপদেষ্টার এমন মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সিলেটে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে তারা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সাধারণ নাগরিকদের ব্যানারে উপজেলা পরিষদ শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, মঈন উদ্দিন মিলন, ছাত্রনেতা হুমায়ুন রশিদ হুমন, আদনান সোহাগ, লিটন মাহমুদ খাঁন, মাহমুদুল হাসান নাঈম, মুরসালিন, মুফতী জাকির আহমদ, আল-আমীন সারওয়ার, ব্যবসায়ী মুর্শেদ আলম, শ্রমিক নেতা আল-আমিন সহ উপজেলার ছাত্র-শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ। এসময় বক্তারা বলেন ৭ দিনের ভেতর যদি বৈধ ভাবে বালু পাথর উত্তোলন করার ঘোষণা না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন করে তা আদায় করে নেওয়া হবে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বন ও পরিবেশ উপদেষ্ঠা সৈয়দা রেজওয়ানা হাসান কোনো ধরনের জনমত যাচাই বিহীন ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে জনগনের পেটে লাথি মারার সিদ্ধান্ত নিয়েছেন। বিগত ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ৭ বছর যাবত পাথর কোয়ারী ইজারা বন্ধ রেখে জনগনকে অভাব অনঠনের দিকে ঠেলে দিয়েছেন। বহু মানুষ অভাব অনটনে ঋণের ভার সইতে না পেরে আত্মহত্যা করেছে। তারা আরো উল্লেখ করেন পাথর কোয়ারী ও বালু মহালের মাধ্যমে সিলেটের সধ্যেচ্ছ, রাজস্ব আদায় হয়। বৈধ পন্থায় সনাতন পদ্ধতিতে পাথর আহোরণ করলে সিলেট বিভাগের জনগন যেমন স্বাবলম্বী হবে তেমনি সরকারের রাজস্ব বিভাগ ও সমৃদ্ধ হবে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *