মোঃ মাসুদ রানা,জেলা প্রতিনিধি,গাজীপুরঃকাশিমপুরে জাতির জনকের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরীর ২নং ওয়ার্ডের লতিফপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মন্ডলের সভাপতিত্বে লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের, সহ-সভাপতি রেজাউল করিম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, জাতীর পিতার আদর্শকে ধারন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, মীর আসাদুজ্জামান তুলাসহ আওয়ামী লীগ ও তার অন্যান্য অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।