রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ, নারায়ণগঞ্জঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় ১৫ই আগষ্ট সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করে পৌর আওয়ামিলীগের সকল অংঙ্গ সংগঠনের নেতৃবন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ আওয়ামী আহ্বায়ক কমিটির সদস্য, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা।
পৌরসভা কার্যালয় সংলগ্ন গোল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন শেষে উপস্থিত জনতার মাঝে কাঙালি ভোজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ্ আল কায়সার, উপজেলা আওয়ামী আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। আরো ছিলেন মোঃ মেরাজ, মোঃ রবিন, মোঃ আসাদ সহ পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের সকল অংগ সংগঠক।