যে মানুষ টি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, অনেক আন্দলোন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা বিরোধী, অপশক্তি দের পরাজিত করে,জনগণের ভোটে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন,সেই মানুষ টি আজ সাবেক ছাত্র দলের নেতা ও বরগুনা সহকারী পুলিশ সুপার, ক্ষাম্বা তারেকের এজেন্টা বাস্তবায়ন কারির দ্বারা অপমানিত হয়েছেন। মাননীয় সংসদ সদস্যর সামনেই অমানুবিক নির্যাতন করা হয়েছে ছাত্রলীগের নেতা ও কর্মী দের উপর, এমপি মহদোয়ের হতাশাগ্রস্থ সেহারায় বলে দিচ্ছে তিনি কতটা মনে আঘাত পেয়েছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং পুলিশের ভিতর ক্ষাম্বা তারেকের নিয়োগ পাওয়া পাকিস্তানের পেতাত্ত্বাদের খুজে বের করে,সরকারি গোয়েন্দা সংস্থার নজর দারিতে রাখার জন্য জোর দাবী জানাচ্ছি। নতুবা এরা একদিন ভয়ংকর রুপ ধারণ করবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এই ক্ষাম্বা তারেকের সময় নিয়োগ পাওয়া পুলিশ নামধারী ছাত্রদলের ক্যাডার /নেতাদের নিকট নিরাপদ নয়।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।
বীর মুক্তিযোদ্ধার সন্তান
ইয়াসির আরাফাত মিলন
সদস্য
ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ।।