স্টাফ রিপোর্টারঃচুয়াডাঙ্গার জীবননগরে অরাজনৈতিক, সেচ্ছাসেবী মানবিক সংগঠন এর পক্ষ থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তারা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর হাফিজিয়া উলুম মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী সহ সর্বমোট ১০০ জনের মধ্য খাবার বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা এম,আই মুকুল , দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম,জীবননগরের মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি, সাংবাদিক চঞ্চল, সাংবাদিক আঃ সবুর, ইব্রাহিম, মেসার্স হিমেল ট্রেডিং এর পরিচালক আঃ হালিম,ব্যাবসায়ী কাওসার আলী,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের উদ্যোক্তা আবু বক্কর এবং মোঃ রাকিম ও স্বেচ্ছাসেবক সুমন।
এছাড়াও জীবননগর মানবিক সংগঠনের সহযোগিতা করেন,বিশ্বাস এন্ড রায় ট্রেডার্সের পরিচালক রমেণ বিশ্বাস,ঠিকাদার জাহিদুল ইসলাম, , সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন,আক্তার স্টোরের মালিক মোঃ আক্তার হোসেন,মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি,খন্দকার মেডিকেল হলের পরিচালক আতিকুজ্জামান চন্চল, সিএনডিপি ব্যাবসায়ী ছোটন সহ প্রমূখ।
এ সময় গয়েশপুর হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক বলেন, জীবননগর মানবিক সংগঠনের পক্ষ হতে এ ধরনের মানবিক কার্যক্রম সত্যি প্রশংসনীয়। এছাড়াও জীবননগর মানবিক সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয় এজন্য আমাদের পক্ষ হতে সর্বদা দোয়া ও ভালবাসা থাকবে।
মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লগানকে সামনে রেখে আমরা জীবননগর মানবিক সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দারানোর হল জীবননগর মানবিক সংগঠনের মূল লক্ষ, জীবননগর মানবিক সংগঠনের পাশে থাকার জন্য সমাজের সকল বৃত্তবান মানুষকে মানবিক সংগঠনের পাশে থাকার জন্য আহব্বান জানান।