মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
“শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ”—এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমার প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই আগষ্ট) সকাল ১১টায় ডোমার প্রেসক্লাব হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। এতে সভাপতিত্ব করেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন।
আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন—ডোমার উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্ত্রী।
ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান প্রমুখ।
এছাড়া অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি রুবেল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল হক রতন, কার্যকরী সদস্য ও পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, আতিদুল হক বাচ্চু, রাশেদুল ইসলাম আপেল, আসাদুজ্জামান হিল্লোল, এবাদত হোসেন চঞ্চল, আহসান হাবীব, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মাহমুদ বিন আলম।