এস এম ফারুক আহমেদ,সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে ঝুলে ফিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিনা বেগম উপজেলার বড়চওনা গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। এসময় একাধিক প্রতিবেশী জানান, মানসিক সমস্যাগ্রস্ত হয়ে এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।