রাকিব হোসেন,ঢাকাঃপুলিশি বাধায় পণ্ড হয়েছে গণসংহতি আন্দোলনের সচিবালয় ঘেরাও কর্মসূচি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় জিরো পয়েন্ট তাদের বাধা দেয় পুলিশ।
পুলিশি হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার, চা শ্রমিকদের দাবি মেনে নেওয়াসহ একাধিক দাবিতে এ ঘেরাও কর্মসূচি দিয়েছিল গণসংহতি।
গণসংহতির সচিবালয় ঘেরাও কর্মসূচি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে গণসংহতির ৪ জন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির। আহতরা হলেন গণসংহতির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুয়েল হোসেন, আরমানুল হক ও সৌরভ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমানে আমাদের মাথাপিছু আয় কত তা চা শ্রমিকরা অংক করে বুঝিয়ে দিচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে তারা অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন।’
তিনি বলেন, ‘তারা (চা শ্রমিকরা) তো রাষ্ট্র দখল করতে আসে নাই। তাদের আন্দোলনে এখানে কোনো রাজনৈতিক পক্ষও ঢোকে নাই। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না। দিন দিন চা পাতার দাম বাড়ছে। চায়ের রপ্তানিও বেড়েছে। তাহলে শ্রমিকদের বেতন বাড়ে না কেন?’
সাকি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখনই মানুষ রাস্তায় নামে তখনই ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা চালানো হয়, গুম, খুন করা হয়। সারা দেশে বর্তমানে মানুষের ন্যায্য অধিকারের আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালানো হচ্ছে।’