জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন,শিল্প-সংস্কৃতির ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। মৌলবাদ প্রায়ই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। মৌলবাদ এর বলয় থেকে বেরিয়ে আসতে হলে যথার্থভাবে বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ এবং লালন করতে হবে। বাঙালির আদি বা মূল সংস্কৃতি চর্চা করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর জেলা শাখা।
সোমবার সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৫ আগস্ট উদযাপন কমিটির আহবায়ক জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহ সভাপতি অধ্যাপক তারিকুল ফেরদৌস।
জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর মুখার্জির সঞ্চালনায় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান,সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহ সভাপতি, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, আব্দুল আওয়াল আনসারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মিয়া প্রমুখ।