মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
রাজনীতিতে মানবিক মূল্যবোধ ছড়িয়ে চলেছেন আজীবন
সুন্দরের স্বপ্ন বুনে মানুষের মঙ্গলে রাজনীতির মাঠে কেউ ভালোবাসা ছড়িয়ে সম্মানের সম্পদ আজীবন অন্তরে সঞ্চয় করে চলেছেন। মেহেরপুরের রাজনীতিতে পরিচিত মুখ ও বিনয়ী মানুষ আক্কাস আলী প্রায় তিন যুগ মেহেরপুর আওয়ামী লীগে রাজনীতির সাথে চরমভাবে সম্পৃক্ত রয়েছেন। ১৯৮৬ সালের দিকে মেহেরপুর সরকারি কলেজ এ ছাত্রলীগকে সমৃদ্ধি করতে তার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে প্রজ্ঞা দেখিয়েছিলেন বারংবার। এই বিনয়ী প্রিয় মানুষটি ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ছিলেন, ৮৯ সালে অ্যাক্টিং ভিপি এর দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে সদর থানা ছাত্রলীগ সভাপতি হিসেবে দল ও মানুষের কল্যাণে সেই সাথে উন্নয়ন মূলক কাজের সাথে নিবেদিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী রাজনীতির সুফলতা সব সময় দলের জন্য দিয়ে গেছেন পাশাপাশি দলের নেতাকর্মী এবং তৃণমূল আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে বিচক্ষণতার পরিচয় আজীবন দিয়ে গেছেন। তিনি তার রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতিতে আদর্শিক মানুষ হিসাবে মনে করেন, স্থানীয় আওয়ামী লীগ রাজনীতিতে একাধিক গ্রুপ আছে কি এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন দলের মাঠ অনেক বড় সেহেতু বিভিন্ন চিন্তার মানুষ থাকতে পারে এবং তারা গণতন্ত্র চর্চা করতে পারে তবে আমি মনে করি প্রতিটি নেতাকর্মী দলের যে কোন সংকট অথবা অর্জনে এক হয়ে কাজ করে থাকেন। রাজনীতিতে পূর্ণতা কি এমন কথার উত্তরে রাজনীতি প্রিয় মানুষটি বলেন দল তাকে যথেষ্ট মূল্যায়ন করেছে বলেই আমি এতটা পথ আসতে পেরেছি সম্মানের সাথে। মনে কষ্টের কথা বলতে গিয়ে বলেন কেউ যখন অন্যকে অশ্রদ্ধা করে আর ভালোলাগার কি এমন এক প্রশ্নের উত্তরে আক্কাস আলী বলেন মানবিকতার সম্মানে কাউকে যখন উপকার করতে পারি।