লোভাছাড়ার নিলামকৃত পাথরের সময় সীমা শেষ পাথর পরিবহণ বন্ধের নির্দেশ ইউএনওর


কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। গতকাল সোমবার বিকেল তিনি লোভাছড়া পাথর কোয়ারীতে যান। এসময় সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোয়ারীতে থাকা জব্দ ও নিলামকৃত পাথর পরিবহণ না করার জন্য পাথর ব্যবসায়ী সহ নিলামকৃত ৪৪ লক্ষ গণ ফুটঁ পাথরে ইজারাদার মেসার্স পিয়াস এন্টার প্রাইজের লোকজন সহ সাবাইকে নির্দেশ প্রদান করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। কোয়ারীতে থাকা স্তুপকৃত পাথর দেখবাল করার জন্য নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরো লোভাছড়া পাথর কোয়ারীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের মধ্যে সম্প্রতি ৪৪ লক্ষ ২৩ হাজার গণ ফুটঁ পাথর নিলাম দিলে সর্বোচ্ছ দর দাতা হিসাবে মেসার্স পিয়াস এন্টার প্রাইজ নিলাম পায়। নিলামকৃত পাথর পরিবহণের জন্য ইজারার শর্ত অনুযায়ী ৪৫দিন সময় দেওয়া হয়। এরপর পিয়াস এন্টার প্রাইজের আবেদনের প্রেক্ষিতে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে আরো ৩০ দিন সময় বৃদ্ধি করা হয়। সেই সময় সীমা গত ২৩ জুলাই শেষ হয়েছে। যার কারণে পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোয়ারীতে থাকা স্তুপকৃত পাথর যাতে কেউ পরিবহণ ও সরিয়ে নিলে তাদের বিরুদ্ধে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন। নিলামকৃত পাথরের সময় সীমা শেষ হওয়ায় উপজেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী কোয়ারী এলাকায় রয়েছে বলে তিনি জানান