মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির দুর্গম পাহাড়ী জনপদে স্বাস্থ্য সেবার আলো ছড়াচ্ছে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’।
রোববার (৯ অক্টোবর ২০২২ইং ) সকাল ১১ টার দিকে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন ৪০ বর্ডার গার্ড ব্যটালিয়ন-বিজিবি‘র পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি।
মেরিন সিটি মেডিকেল কলেজের প্রফসের ডা. কামরুন্নেছা রুনা, হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেসন (হেলো) এর প্রতিষ্ঠাতা ও জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মহসিন আহমেদ সোহেল, হেলো‘র সভাপতি এ্যাড. আবু রেজা মো. কাইয়ুম ও গোমতি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজ আহমেদ রাসেল সভাপতিত্ব করেন।
উদ্বোধনী বক্তব্যে ৪০ বর্ডার গার্ড ব্যটালিয়ন-বিজিবি‘র পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি বলেন, আমরা কে কি করি তা বড় কথা নয়, আমরা কতোটা মানবিক তা বড় কথা। যেকোন প্রয়োজনে এ চিকিৎসা কেন্দ্রের পাশে থাকার ঘোষনা দিয়ে তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার এ উদ্যোগ প্রশংসনীয়।
প্রফসের ডা. কামরুন্নেছা রুনা বলনে, দুর্গম জনপদের সুবিধাবঞ্চিত নারীদরে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সুরক্ষার নতুন দ্বার উন্মোচন করবে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’। ভবিষ্যতেও এ উদ্যোগে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এ চিকিৎসক।
স্বাগত বক্তব্যে জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মহসিন আহমেদ সোহেল বলনে, আজকে আমাদরে শেষ নয়, আজ আমাদের শুরু। আমরা বারবার আসতে থাকবো। আমরা চাই এখানে সপ্তাহে দুই দিন নয়, সাত দিন চিকিৎসা প্রদানরে মাধ্যমে দাতব্য চিকিৎসায় সারাদেেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’।
দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্পেইন’ এ প্রফসের ডা. কামরুন্নেছা রুনা‘র নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল থেকে আসা ১৫জন নারী চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। সকাল থেইে চিকিৎসা সেবা প্রার্থীদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সী নারীরা সেখানে চিকিৎসা সেবার জন্য ভীড় জমিয়েছেন।