মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ইএসডিও’র মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইএসডিও ও মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের সভাপতি ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি অধ্যক্ষ বেলাল রব্বানী, ঠাকুরগাঁও চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোদাচ্ছের হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, অ্যাড. জাহিদ ইকবাল, ইএসডিও কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহীন। বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।