তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তাহিরপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তাহিরপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস আই সাইদুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, এস আই সিদ্দিকুর রহমান, সাহদত হোসেন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সহঃ সভাপতি ও সাংবাদিক রাজন চন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইফতেখার হোসেন বলেন
পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক, সন্ত্রাস ইভটিজিং, বাল্যবিবাহ, সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।