এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ অসহায় মানুষের পাশে সহায়তার উদাহারণ সৃষ্টিকারী মানবিক পুলিশ কর্মকর্তা ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম কে গাইবান্ধা জেলা পুলিশ হতে বিশেষ পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে৷
আজ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক অলিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম সেলিম পারভেজ,গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির,পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদুৎ,গাইবান্ধা পৌর মেয়র মতলুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বিদায়ী পুলিশ সুপারকে ফুলের তোড়া ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্যঃ ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখা এর স্মারক ২৪.০০.০০০০০.০৯৪.১৯.০৩৬.২০.১৪৪৭ নং পত্রে জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷ একই পত্রে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে গাইবান্ধা পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়৷
গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও মানবিক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম এর বদলিতে সচেতন মানুষ ও জেলার গণমাধ্যমকর্মীগণ তার পরবর্তী কর্মস্থলে উত্তরাত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।