মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ইসলামী শরী’য়া ও আধুনিক শিক্ষার মান সমুন্নত রেখে জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার ব্যতিক্রমধর্মী এক শিক্ষাপ্রতিষ্ঠান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৩ নং ওয়ার্ড , উত্তর বাসস্ট্যান্ড , হেলিপ্যাড সংলগ্ন দারুসুন্নাত মডেল মাদ্রাসা । মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হলেন খুলনা বাগের হাট হাবিবাল্লাহ আবাদ ই, সি, নে, ছা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ফয়জুল আলম ।
বর্তমানেও তিনি এই পদে বহাল আছেন ।
এটি স্থাপিত হয় ২০১৪ সালে । ২০১৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল ৮ম শ্রেণী এবং ২০১৭ সালে এসএসসি/ সমমান দাখিল বোর্ড পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণের মধ্যে দিয়ে পথচলা শুরু ।
শিক্ষাপ্রতিষ্ঠানটি শুরু থেকেই বোর্ড পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে অত্র মাদ্রাসাটি শতভাগ পাশ , ও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন । বিগত ২০১৯ সালে ৫ম শ্রেণীতে ৮ টি , ৮ম শ্রেণীতে ১৪ টি , সরকারি বৃত্তি লাভ এবং ২০২০ সালে দাখিল পরীক্ষায় ৩ টি জিপিএ ৫ লাভ সহ শতবাগ উত্তীর্ণ হয়ে ভোলা জেলায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ।
২০২২ সালের দাখিল পরীক্ষায় ১৮ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে ৯ জন জিপিএ ৫ , ৮ জন A , ১ জন A- উত্তীর্ণ হয়ে শতবাগ ফলাফল অর্জন করেন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ।
বর্তমানে মাদ্রাসাটি নুরানী বিভাগ (৪ বছর কোর্স) , হিফজ বিভাগ , হিফজ ও নাজেরা বিভাগ , আলীয়া বিভাগ, ইবতেদায়ী ৪র্থ শ্রেণী হতে আলীম পর্যন্ত চালু রয়েছে । শিক্ষক/শিক্ষিকা আছেন ২৪ জন আর সবমিলিয়ে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩১৩ জন ।
দারুসসুন্নাত মডেল মাদ্রাসার বিগত ও বর্তমান শতবাগ ফলাফলের সফলতার বিষয় জানতে চাইলে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আরিফ বিল্লাহ বলেন , আমাদের অক্লান্ত পরিশ্রম , একঝাক তরুণ দক্ষ মেধাবী সৃজনশীল প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের পাঠদান , সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি শ্রেণী কক্ষ মনিটরিং করে পড়াশোনার প্রতি ছাত্র /ছাত্রীদের মনোনিবেশ করাই আমাদের মূল লক্ষ উদ্দেশ্য ।