বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান জেডিএফ আইডিয়াল একডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত ৭ জানুয়ারী শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী,নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, চতুল আমীনা হেলালী টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক হেলাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, দেশের প্রত্যান্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের শারীরিক বিকাশ ঘটে। খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আমাদের আরও এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কমলমতি শিক্ষার্থীরা
সঠিক পৃষ্টপোষকতা পেলে জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশ গ্রহন করে বিশেষ ভূমিকা রাখবেন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাদেকুল হক।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক রায়হান আহমদ,শিপলু কুমার দে,নূরুল ইসলাম,রফিক আলম মকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুরহান উদ্দিন।
দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।