মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ শীতের তীব্রতায় কষ্টে থাকা সুবিধাবঞ্চিত দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নীলফামারীর ডোমার উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ‘উত্তরণ গোষ্ঠী’।
শনিবার (২১শে জানুয়ারী) সকালে ডোমার রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘উত্তরণ গোষ্ঠী’ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন—উত্তরণ গোষ্ঠীর সভাপতি আমিনুল হক (চাঁদ) ও সাধারণ সম্পাদক রফিকুল আলম (বাদল)।
এসময় আরও উপস্থিত ছিলেন—উত্তরণ গোষ্ঠীর সহ-সভাপতি আনিছুর রহমান (গোল্ডেন), সহ-সাধারণ সম্পাদক হাচান চৌধুরী, কোষাধ্যক্ষ অসিত সাহা, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, নাট্য সম্পাদক গোলাম মোস্তফা (বাবু), শরীরচর্চা সম্পাদক বজলুর রহমান (বকুল), শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহিনুল ইসলাম (বাবু) প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবিষয়ে উত্তরণ গোষ্ঠীর সভাপতি আমিনুল হক (চাঁদ) বলেন, ‘শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোনো করুণা নয়। বরং এটা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।’ এসময় উত্তরণ গোষ্ঠীর শীতবস্ত্র কার্যক্রমে সহায়তা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।