এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণযোগ্য কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মুখে ফুটে উঠুক ‘উষ্ণতার হাসি’ শিরোনামে পাঁচশ’ কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় ১২তম বছরে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচশ’ কম্বল বিতরণ করে।
স্টুডেন্ট কাউন্সিলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আশেক উল্ল্যাহ সোপান এর উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস আলী বাদু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশে শীতার্ত মানুষের পাশে সামাজিক ও রাজনৈতিক দল সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি স্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
কেন্দ্রীয় সভাপতি বলেন- আমরা চাই সকল সুবিধা বঞ্চিত মানুষের মুখে এই শীতে ফুটে উঠুক উষ্ণতার হাসি। এ লক্ষে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিঞা মো. আসাদুজ্জামান হিরু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ আলী চৌধুরী রকি, গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুকুমার দাশ, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকার,পৌর যুবলীগ নেতা অভি প্রধানসহ কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।