মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়।
২৯ জানুয়ারি ঘোষিত এ প্রজ্ঞাপনে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, প্রজ্ঞাপনে আমাকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন সরকারের বিধি অনুয়ায়ী পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে।
প্রসঙ্গত, সাতক্ষীরা সাতটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। সাতক্ষীরা পৌরসভা ও কলারোয়া পৌরসভা। এখন থেকে পৌরসভার তালিকায় যুক্ত হলো শ্যামনগর।