জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর একা মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রের নাম হাসান (১৫)। সে শহরের কমলাপুর ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শহরতলীর বটতৈল ইউনিয়ন এলাকার রাশিদুল ইসলামের ছেলে। গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলেন, শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চার বন্ধু মিলে বেলা পৌনে ১২টায় গোসল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। এরমধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। এদিকে এ ঘটনায় নদীর ধারে কান্নায় ভেঙ্গে পড়েন নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন ও তার সহপাঠীরা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, নিজস্ব ডুবুরি দল না থাকায় খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে স্থানীয় ডুবুরি দলকে সাথে নিয়ে নিখোঁজের সন্ধান করতে নামলে নিখোঁজের চার ঘন্টা পর ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।