এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১ ফেব্রুয়ারী) শনিবার বিকেল ৫ টায় বিরামপুর পৌরসভার কার্যালয় থেকে পৌরশহরের ঢাকা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় বঙ্গবন্ধু মোড়াল চত্বরে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুর সভাপতিত্বে উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক খাইরুল আলম (মুকুট), বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,সংগঠনিক সম্পাদক সোয়েব মন্ডল, বিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম, ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহত আলী, বিরামপুর মহিলা কলেজের অধ্যাপক মেসবাউল ইসলাম,মহিলা কলেজর অধ্যক্ষ শিশির কুমার সরকার,
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।