মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালায় এক নবজাতক (পুত্র) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার মাগুরা বাজারের জনৈক এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক শিশুর লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) ও মো. আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করেছে তালা থানার পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মো. আল আমিন নামের দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি