সুজন আলী,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় হেলিপ্যাড মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক এবং বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে (ইউএনও) রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক, ,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক কুশমত আলী। এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার জাহিদুর রহমান জাহিদ।