মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক কমিটির ডোমার রাইজিংয়ের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি শামস সজীব, ডোমারের প্রতিনিধি আর এস রবিন হাসান, সংগঠক জিকরুল রাশেদ শাকিল প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে সাম্প্রতিক সময়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। যা বর্তমানে পুরোদমে দেশজুড়ে শক্তির সঞ্চার করছে।