জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গত মঙ্গলবার কুষ্টিয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দৌলতপুরে হিসনা নদী মাটি খননে চাঁদা না পেয়ে ঠিকাদারের এসকেভেটর পুড়িয়ে দেওয়া, সরকারি কাজে বাঁধাদান এবং সরকারের রাজস্ব ও উন্নয়নকাজে বাঁধাদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তসহ ১০ টি বিষয়ে বিস্তর আলোচনা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম, র্যাব ১২ এর সিও স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান, বিজিবির ব্যাটেলিয়ন কমান্ডার, এনএসআই এর যুগ্ম পরিচালক, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।