এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান বলেছেন, পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আনন্দের দিনে পরিণত হয়েছে। বাংলা নববর্ষ ১৪২৩ সকলের জন্য অব্যাহত শান্তি, সুখ ও আনন্দ নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
শুক্রবার (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বর থেকে একটি বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচি উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার প্রমুখ।
এর আগে শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী, এনজিও প্রতিনিধি ও কর্মীরা অংশগ্রহণ করে। এদিকে একই কর্মসূচি সাদুল্লাপুর উপজেলাসহ জেলার প্রত্যেকটি উপজেলায় পালিত হয়।