মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা বোরহানউদ্দিনে অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌ-পুলিশের একটি টিম।
মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়,৩ মে বুধবার সকাল সাড়ে ১০ টায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন সুগিজ ঘাট এলাকার মেঘনা নদীতে সরকারী নির্দেশ অমান্য করে নৌকাযোগে নিষিদ্ধ বেহুদী জাল নিয়ে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের সময় মোঃ শাহাবুদ্দিন ফরাজী (৪০) পিতা: মৃত- মোফাজ্জল হোসেন,মোঃ ইলিয়াস দালাল (৩৭),মোঃ রাসেল হাওলাদার (২৩),পিতা- মোঃ আনোয়ার হাওলাদার,মোঃ ইমন মিস্ত্রী (২২), পিতা- মোঃ নাসির মিস্ত্রী,মোঃ শাহিন (২০),পিতা-মোঃ নজুমল ইসলাম কে আটক করা হয়েছে।
আটককৃতরা বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে একটি ৬০ হাজার টাকা মূল্যের ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ১৪৪ বর্গমিটার বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
মির্জাকালু নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ রাকিব উদ্দিন ভুইয়া আজকের পত্রিকাকে জানান,অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে বুধবার সকালে ৫ জনকে জাল ও নৌকা সহ আটক করা হয়েছে এবং মামলার মাধ্যমে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।