স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ ৫ মে শুক্রবার বাংলা বৈশাখ মাসের শুক্লাপক্ষের পুর্ণিমা তিথিতে বুদ্ধ পুণিমা পালিত হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশা পাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপুর্ন ৫৮৮ খ্রিস্টপুর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপুর্বাব্দের এইদিনে তিনি মহানির্বাণ লাভ করেন।
বৈশাখ মাসের এই পুর্ণিমা বুদ্ধ পুর্ণিমা নামে খ্যাত।বুদ্ধগয়ায় একটি বট গাছের নীচে বসে টানা ৪৯ দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। বোধি লাভ করেন তিনি।পরবর্তীকালে প্রচার করেন বৌদ্ধ ধর্মের।এছাড়া এবার বুদ্ধ পুর্ণিমায় চন্দ্রগ্রহণ ও হবে।১৩০ বছর পর বুদ্ধ পুর্ণিমায় মহাসংযোগ।এমন পরিস্হিতিতে এ বছর বুদ্ধ পুর্ণিমাতেও গ্রহ-নক্ষত্রের এক অদ্ভুত মিলন ঘটছে।এ দিনে কিছু কিছু শুভ যোগ ও রয়েছে।এসময় যোগগুলি ৩ টি রাশির লোকদের জন্য খুব শুভ।কারণ বুদ্ধ পুর্ণিমা এই ব্যক্তিদের জন্য উপকারী এবং তাঁদের কর্মজীন সাফল্য দেবে।