মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে সংঘবদ্ধ অটো চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমের নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক হৃদয় চাকলাদার ও উপপরিদর্শক মানিক লাল হালদার সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সময়
অভিযান পরিচালনা করে মোঃ রাসেল(২৮),মোঃ নাসির(৪৫),মোঃ রিয়াজ(৩৫) কে গত শুক্রবার এবং মোঃ শফিক(৪৫) কে শনিবার আটক করে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন।
আটককৃতরা সাচড়া,কুতুবা ইউনিয়ন ও বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী চালিত অটোরিকশা পাওয়া গেছে।
পুলিশ জানায়,চক্রটির সদস্যরা প্রথমে অটোরিকশা চুরি বা ছিনতাই করে পরে অটোরিকশার বডির রং পরিবর্তন করে বিক্রি করে যাতে প্রকৃত মালিক না চিনতে পারে,এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে ও বলে জানান থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোর চক্রের সদস্য মোঃ শফিক আদালতে বিজ্ঞ বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে অটোরিকশা চুরির ঘটনার সাথে জড়িত বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরো বলেন,অটোরিকশাটি বর্তমানে বোরহানউদ্দিন থানায় রয়েছে উপযুক্ত প্রমাণ কেউ দিতে পারলে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে চোর চক্রের সদস্যরা গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।