ইউসুফ চৌধুরী,রাজশাহী প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে হাণ্ড্রেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক জাগরণ প্রচারাভিযানে অংশ গ্রহন করে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানী বন্ধ এবং যৌতুক প্রদানে নিরুৎসাহিত করতে কলেজে অধ্যায়নরত একশ ছেলে-মেয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজে সফল হওয়ায় তাদের হিরোজ উপাধি দিয়ে এই ক্যাম্পেইন করা হয়। মূলত এসকল শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই প্রোগ্রাম।
সোমবার (১৫ মে) সকাল ১০টা হতে দিনব্যাপি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
এছাড়াও শিক্ষার্থী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, মানুষের মত মানুষ হতে হলে সবাইকে অধ্যাবশায় করতে হবে। কারন ভাল কাজের সঙ্গে সৃষ্টিকর্তা জড়িয়ে থাকেন। তিনি বলেন, প্রতিটি মানুষের মেধা রয়েছে। এই মেধাকে কাজে লাগাতে হবে। ভালভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের সকল প্রকার নেশা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, লেখাপড়া শেষ না করে বিয়ে নয়। আর বিয়ের বিষয়ে সরকারী আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, বই হচ্ছে একজন মানুষের প্রকৃত বন্ধু। আর একজন শিক্ষার্থীর বেলায়তো কোন কথাই নাই।শিক্ষার্থীদের তিনি মোবাইল ছেড়ে বই পড়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজশাহী একটি শান্তির শহর। এই শহরের বাহ্যিক অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সাথে মানুষের মানষিক উন্নয়ন ঘটাতে হবে। নারী ও পুরুষ নির্যাতন বন্ধ করতে সময়পোযোগি পদক্ষেপ নিতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বক্তব্য শেষে একশজন হিরোজ এর মধ্যে বিশজন হিরোজকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।