এম আমিরুল ইসলামঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানদের নিয়ে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদীর আহব্বানে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও মতবিনিময় সভা।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ও ত্যাগী কর্মীরা উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় যে সকল সংস্থা উপস্থিত হয়ে মতবিনিময় করেন তাদের মধ্যে অন্যতম, ১- দুপচাঁচিয়া উপজেলার বর্তমান চিত্র, ২- রক্তের সন্ধানে দুপচাঁচিয়া, ৩-স্পন্দন রক্তদান সংস্থা, ৪-আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থা, ৫- উদয় বাংলাদেশ, ৬- বিজয় রক্তদান সংস্থা, ৭-তরুণ নগরিক মঞ্চ, ৮-দুপচাঁচিয়া করোনা পরিস্থিতি, ৯- বিডি ক্লিন, ১০- রক্তের সন্ধানে তালোড়া সহ প্রায় ১৫ টি সংগঠন প্রধানরা সভায় অংশ গ্রহন করেন।
উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদী একথা ব্যক্ত করেন যে। এভাবে খন্ডে খন্ডে বিভক্ত না হয়ে সকলে একটি প্লাটফর্মে এসে কাজ করলে খুব দ্রুতই এই স্বেচ্ছাশ্রম মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে।
একই কাজ বারবার না করে ওই কাজের সিষ্টেমকে আধুনিকায়ন করতে পারলে পরবর্তী জেনারেশন স্বেচ্ছায় আত্মতৃপ্তির সাথে তারা নিজেকে স্বেচ্ছাসেবী মূলক কাজে সহজেই জড়াবে।
তিনি আরো বলেন একজন স্বেচ্ছাসেবী কখনোই সমাজের নিন্দনীয় কাজে নিজেকে জড়িত রাখবেনা। তিনি দুপচাঁচিয়া সর্বসাধারণের কল্যানের জন্য সকল সেচ্ছাসেবীকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন।