শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা কালীগঞ্জের বিশিষ্ট নাট্য অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী শেখ রওশন আলীর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯ জুন শুক্রবার বিকাল ৫ কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মহরম শেখ রওশন আলীর আত্মার শান্তি কামনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, বিশিষ্ট নাট্য অভিনেতা গোলাম আইয়ুব জুলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, মহরমের ভাগ্নে আব্দুল জব্বার প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রাজ্জাক ও শিক্ষক ইউনুস আলী, নাট্য অভিনেতা ও শিক্ষক সৈয়দ মমিনুর রহমান, সংগীত শিল্পী মোঃ জাহাঙ্গীর আলম, নাট্য অভিনেতা স্বপন ঘোষ, সনৎ কুমার ঘোষ, অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাজার গ্রাম দিদার এলাহী জামে মসজিদের পেশ ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, দোয়া অনুষ্ঠান শেষে সকলে মাঝে তাবারুক বিতরণ করা হয়।