মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার সর্বপ্রথম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পি.এন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা। শনিবার সকাল থেকে প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষাঙ্গন। পুরানো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশ।
সকাল সাড়ে ৯ টায় প্রাক্তন ছাত্রদের নিয়ে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্কুল প্রাঙ্গনে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এভাবে দিনভর আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক সন্ধ্যা উপভোগের মাধ্যমে সময় পার করবেন তারা।
স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরও বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা। এ সময় স্কুল নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. ইউসুফ আব্দুল্লাহসহ অনেকেই।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, অ্যাড. সৈয়দ ইখতেখার আলী, কামরুল ইসলাম ফারুক, আশরাফুজ্জামান আশু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলটির প্রাক্তন ছাত্র ও মিলন মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র মো. রাশেদুজ্জামান রাশি।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। অংশ নেবেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় সংঙ্গীত শিল্পীরা।
উল্লেখ্য ১৮৪৬ সালে স্থাপিত সাতক্ষীরা পি.এন হাই স্কুল এ বছর পা দিয়েছে ১৭৭ বছরে। এতো পুরনো শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিভাগে বিরল। এ উপলক্ষ্যে মিলন মেলার আয়োজন করে প্রাক্তন ছাত্ররা। আয়োজনে অংশ নেন প্রায় ১২’শ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।