মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পূর্তি উৎসব পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ জুলাই শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রথম অধিবেশনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয়-স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । পরে মাঠ প্রাঙ্গনে নির্মিত সুবিশাল উৎসব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মো: দেলওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. ফজলুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রাপ্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: আব্দুল কাইউম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অত্র বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক এম. খলিলুর রহমান, আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মো: আলমগীর, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পূর্তি উৎসব বাস্তবায়িন কমিটির আহবায়ক ও ঠাকুরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন এমন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন বিষয়ে তদারকি ও সহযোগিতা করে এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব মথুরাপুর পাবলিক হাই স্কুল সংগঠনের সদস্যবৃন্দ।