আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যান্য দপ্তরের পাশাপাশি ভূমি সেবার মান উন্নয়নে ভূমি সেবায় এক নতুন মাত্রা যোগ করেছে ভূমি মন্ত্রনালয়। তারি ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাবা, ফেরদৌস আরা ও সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । অতীতে নামজারী সেবা পেতে হলে সেবা প্রত্যাশীরা হাতে গুনতে হতো ০১(এক) থেকে ০২(দুই) মাস বা তারো বেশী সময়। বর্তমানে সেই সেবাকে হাতের মুঠোয় এনে জনগণকে ভূমি সেবার মান এখম জনগনের দোরগোড়ায়। জানা যায় মাত্র ৭ দিনে হয়ে যাচ্ছে নামজারি ।
এ ব্যাপারে সহকারী কমিশনার ফেরদৌস আরা(ভূমি) ও সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা
জানান, কাগজ পত্র জটিলতা না থাকলে তহসিলদাররা জমির নামজারি আবেদন ও রির্পোট পাঠালে আমরা নামজারী নথি ছাড়তে ০১(এক)থেকে ০৩(তিন) কর্ম দিবস সময় লাগে। তবে সেই ক্ষেত্রে সকল প্রয়োজনীয় কাগজ পত্র সঠিক ভাবে দিতে হবে।
সহকারি কমিশনা ফেরদৌস আরা(ভূমি) আরো জানান, ভূমি সংক্রান্ত সঠিক তথ্য আমাদের দিলে সেবার মান আরো বাড়ানো সম্ভব, গত কিছু দিন আগে ভূমি সেবা সাপ্তাহে আমরা অনেক লোককে সরাসরি সেবা দিয়েছি। শুধু নামজারী নয়, আমাদের এখানে নথি সংশোধন, সহ ভুমি সংক্রান্ত সকল সেবা যথা সময়ে দিয়ে থাকি। এখানে কেউ যেন হয়রানির স্বীকার না হয়, সে জন্য সকলকে আমার নির্দেশনা রয়েছে।