সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরণী মাছের পোনা অবমুক্তকরন সহ জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী এমপি ও সাবেক জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত ৩০১ আসন সেলিনা জাহান লিটা, উপজেলা ভাইস- চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম আরোও বক্তব্য দেন রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও মৎস্য চাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম।