আতাউর রহমান তুহিন,কয়রা উপজেলা প্রতিনিধিঃ সুন্দরবনে মাছ ধরা সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেও সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার করে বিক্রয়ের উদ্দেশ্য নেওয়ার পথে ২০০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি, ১ টি বিষের বোতল, ২টি ইজিবাইকসহ ৩ জনকে আটক আটক করেছে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্যা। আটককৃত হলো ১। তরিকুল ইসলাম (২৭), ২। আবুল হাসান (২৪), ৩। আবু সিদ্দিক (২৪)।জানা গেছে, ৮ আগস্ট মঙ্গলবার সকাল ৭.৩০ টার দিকে কয়রা থানার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এস আই পাইক দেলোয়ার হোসেন(নিঃ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬নং কয়রা শাকবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে কয়রা থানায় ৬ জনকে আসামীকে করে কয়রা থানায় নিয়মিত মামলা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে।চিংড়িসহ আটক ও মামলা ও হয়েছে থানায়। বেশ কিছুদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা ল করা গেছে। কয়রা বাজারের এক শ্রেণির অর্থলোভী মৎস্য ব্যবসায়ী ও কোম্পানী নাম ধারী মৎস্য ব্যবসায়ীরা দুর্বৃত্তদের ও অসাধু জেলেদের হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারে পাঠাচ্ছে। বিষ দিয়ে মাছ ধরা ও সকল অপরাধ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।