শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জঃ সাতক্ষীরা কালিগঞ্জের ৯নং মথুরেশপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মায়েদের শিশুর দগ্ধ পানের জন্য মাতৃদুগ্ধ পান কেন্দ্রর ভিত্ত প্রস্তর উদ্বোধন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা। এরপর ইউনিয়ন পরিষদ চত্বরে একটি নারিকেল চারা রোপণ করেন তিনি।
বিকাল ৪.১৫ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বরে কালিগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে, শোকর আলী ও মাসুম হাসানের সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
প্রধান অতিথি তার বক্তব্যে মাতৃ দুগ্ধ পান কেন্দ্র তৈরি ও মা সমাবেশের আয়োজন করার জন্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম কে ধন্যবাদ জ্ঞাপন করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান ও যমুনা ক্লিনিকের পরিচালক শেখ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জি.এম আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক,সুধী জন, ইউপি সচিব, ইউপি সদস্য গন,গ্রাম পুলিশ এবং ৫০০জনের অধিক মা উপস্থিত ছিলেন।