বিলালুর রহমান সিলেট :সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় টিলা ধসে ৩টি পরিবারের বসতঘর মাটি চাপাপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে । তবে এই ঘটনায় পরিবারের কেউই হতাহত হন নাই। জানাগেছে, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে ৭ অক্টোবর শনিবার ভোর রাতে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বসাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে। ঘটনায় লেদই পাত্র (৬৫) সুদেন পাত্র (৪৬) ও রণ পাত্র (৫৫)’র পাশা পাশি থাকা ৩ টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান,শনিবার ভোররাতে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করেই ঘরের দেয়ালে মাটি ধসে পড়ে আমরা একে-অপরকে ডাকাডাকি করে ঘর থেকে বের হয়েছি। আশ পাশের লোকজন এগিয়ে এসে আমাদের-কে প্রাণে রক্ষা করেন। মূহুর্তের মধ্যেই ৩ টি পরিবারের বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়ে। আমরা ঘরের মালামাল রক্ষা করতে পারি নাই। ঘটনার খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। তিনি তাৎক্ষনিক ভাবে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন। জেলা প্রশাসক মহোদয়-কে বিষয়’ টি অবগত করে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি বৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।