স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বাজুয়া চড়া ও চুনকড়ি নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী সহ নেট পাটা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ৮ অক্টোবর রবিবার দুপরের দিকে দাকোপ উপজেলার বাজুয়া চড়া নদী ও চুনকুড়ি নদী হতে উপজেলা মৎস্য অধিদপ্তর বাংলাদেশ নৌপুলিশের সহযোগিতায় আটটি অবৈধ নেট পাটা ১৫ টি চায়না দুয়ারী ও অন্যান্য অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। ঐ সকল অবৈধ জাল এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে সুত্রে জানাযায়। উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা সেলিম সুলতান বলেন এসব জালের কারণে দেশীয় মাছ বিলুপ্তির পথে।দেশী প্রজাতির মা মাছ সহ সব ধরনের মাছের প্রজানন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দোয়াইরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবেনা। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাশ বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস রায়,,নৌ পুলিশের এস আই ইলিয়াস, এস আই আনোয়ার হোসেন সংঙ্গীয় পুলিশ ফোর্স, ও মৎস্যঅফিস ও বাজুয়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।