জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ : বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার পুনর্মিলনী ও মাছে ভাতে বাঙালিয়ানায় ভোজের আয়োজন করা হয় ইতালির পাদোভা শহরে। স্থানীয় লা-কর্তা মার্কেটের পাশে খোলা আকাশে নিচে ও হল রুমে প্রায় ৮ শতাধিক বাংলাদেশীদের অংশগ্রহণে এবিপি’র সভাপতি শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং বিদেশিদের ভোটে নির্বাচিত প্রতিনিধি , সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর পরিচালনায় প্রবাসের মাটিতে একটুকরো বাংলাদেশে রুপ নিয়েছিলো অনুষ্ঠানস্থল । সুন্দর ও সুশৃঙ্খল এ আয়োজনকে ঘিরে বাহারি রঙের দেশীয় পোশাক আর সাজসজ্জায় মেতে উঠেন সকলে । নিজ নিজ বাসা থেকে বিভিন্ন স্বাদে ভর্তা সহ রকমারী খাবার নিয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে । উপস্থিত সকলেই যেন পরিপূর্ণ আনন্দে আত্মহারা হয়ে ওঠে খোলা আকাশের নিচে পুনর্মিলনী অনুষ্ঠানে পাদোভা শহরে। সে সময় পাদোভা ও এর আশপাশের শহর হতে বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো । দুপুরের খাবার শেষে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজকরা জানান প্রবাসের শত ব্যস্ততার মাঝেও এই ধরনের আয়োজন সকলের মধ্যে আন্তরিকতা ও মাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে। এই ধরনের অনুষ্ঠানে বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরেন ইতালিয়ানদের মাঝে । পরে অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবাইকে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার পক্ষ থেকে নারী ও শিশুদের মধ্যে উপহার প্রদান করা হয় ।