মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: বরিশাল রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম সহ ৪ পুলিশ কর্মকতা। ৯ অক্টোবর সোমবার দুপুরে বরিশাল রেঞ্জ কার্যালয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মো: জামিল হাসান বিপিএম-সেবা পিপিএম এর সভাপতিত্বে সেপ্টেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ বরিশাল বিভাগের ৬ টি জেলার ৪৭ টি থানার মধ্যে যাচাই-বাছাই কৃত ১১ জন পুলিশ কর্মকতাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়। ১১ জন পুলিশ কর্মকতাদের মধ্যে ভোলা জেলা থেকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম ( বিশেষ পুরস্কার),ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার (রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার),ভোলার সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম ( রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ),ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা (রেঞ্জ শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার) হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুরষ্কৃত হন। এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম বলেন,আমি ভোলাতে যোগদানের পরেই মাদক নির্মূল,সন্ত্রাস দমন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি,তিনি আরো বলেন,ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বরিশাল বিভাগের মান্যবর রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম মহোদয় আমাদের পুরস্কৃত করেছেন এ জন্য ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি,ইনশাআল্লাহ ডিআইজি মহোদয়ের দিক-নির্দেশনা বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।