এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের গ্রুপ লিডার শাহজাহান মিয়া। (১৩ই এপ্রিল) শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সুধীজন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।