আসাদুজ্জামান সনেট কালিগঞ্জ মধ্যরাতে অভিনব কায়দায় জানালা দিয়ে চেতনানশক স্প্রের পর স্বামী- স্ত্রী কে অচেতন করে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামে রবিন কুমার দে’র বাড়ীতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী গৃহকর্তা রবিন কুমার জানায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন। এরপর দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারী থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। ভোর সাড়ে ৫ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাব পত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে। রবিন কুমারের স্ত্রী মুক্তি রানী জানায়, তারা স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলা ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনা সহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি গহনা ছিল। এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নেওয়া টাকা সহ প্রায় আড়াই লাখ টাকা ছিল। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে। তিনি জানান, আর কয়দিন পরই দূর্গাপূজা। ছেলে মেয়েদের কেনাকাটা ও কিভাবে এনজিওর লোন পরিশোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চুরির বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও খোজ নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।