রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৪ পাকা রাস্তা উদ্বোধন করলেন ঠাকুরগাঁও -৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বিকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নে চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী কার্যক্রম পরিচালনা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা ,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ,যুগ্ম আহ্বায়ক আবু তাহের ঠিকাদার, উপজেলা যুব সংহতির সভাপতি গফুর ও সম্পাদক ইসাহাক আলী , বাচোর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন ও লেহেম্বা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আক্তারুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা শামসু হাবিব বিদ্যুৎ ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল ও উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম প্রমূখ। এছাড়াও সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামীতে আবারো নাঙ্গল মার্কায় ভোট চেয়ে সভা শেষ করেন ।