বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায় জৈন্তাপুর সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪টি গরু জব্ধ করা হয়েছে। এসময় ভারতীয় গরুর সাথে থাকা চোরাচালান ব্যবসার জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানাগেছে,শারদীয় দুর্গা পূজা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত কাজে পুলিশ ব্যস্ত থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সীমান্তে সক্রিয় উঠেন চোরাচালান ব্যবসায়ীরা এমন তথ্যের ভিত্তিতে পুলিশ চোরাকারবারিদের বিরুদ্ধে টহল জোরদার করেন। ২৪ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার যশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় গরু আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে পুলিশ তৎপর রয়েছে।