বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন মোল্লা (৫৬), পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম হোসেন (৫০), রশিদুল ইসলাম (৫০), নুরজামান ওরফে সুমন মন্ডল (৪৫), মোতাহার হোসেন (৫০), কামরুজ্জামান বেলাল (৫৫), মাজাহারুল ইসলাম (৩৩), মোস্তাফিজুর রহমান ওরফে নয়ন (৪০), ছানোয়ার হোসেন (৪৫), শামছুদ্দিন মন্ডল (৫৫), আরিফুর রহমান (৪২),মতিন (৩৬), মহাসীন আলী মন্ডল (৫০), সাইদুর রহমান (৪৭), চঞ্চল (২৯)। গ্রেফতার ব্যক্তিদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিরামপুর শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ১৫ জনকে আটক করা হয়েছে। পরে নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।