এম এ হানিফ রানা – সিনিয়র স্টাফ রিপোর্টার আবারো অবরোধের ডাক দিলো বিএনপি। তৃতীয় বারের মতো এই কর্মসূচি ঘোষণা করলো দলটি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের এই অবরোধ কর্মসূচিতে শরিক দলগুলোকেও অংশগ্রহণ করতে দেখা গেছে।