তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, বিএনপি-জামায়াত চক্রের হরতাল-অবরোধ এখন আর জনগন মনেনা। জনগনের মাঝে এখন আর হরতাল-অবরোধের উত্তাপ নেই। তাই তারা এখন জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা চুরাগুপ্তা হামলা চালাচ্ছে, এরা কোন গনতান্ত্রীক দল নয়।এরা গণতন্ত্রের শত্রু। সাধারণ মানুষের উপার্জনের শেষ অবলম্বন আগুনে পুড়িয়ে দিচ্ছে। যে আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকে না, শুধুমাত্র নাশকতা করে কখনও কোনো আন্দোলন সফল হতে পারে না।’ এসব অযৌক্তিক হরতাল-অবরোধকে গুরুত্ব না দিয়ে নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। নৌকার জন্য ভোট চাইতে হবে। চতুর্থ বারের মতো বাংলার জনগনের প্রিয় নেত্রীকে প্রধানমন্ত্রী বানাতে হবে।জামায়াত বি এনপির চোরাগোপ্তা হামলার জবাব দেওয়া হবে রাজপথে এদের আর এগুতে দেওয়া যাবেনা। মঙ্গলবার ৭ নভেম্বর ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে জামায়াত বি এনপির হরতাল অবরোধ জ্বালাও পুরাও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ধর্মপাশা বঙ্গবন্ধু কর্নারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আঃ হাই তালুকদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খসরু,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও গবেষণা সম্পাদক জুবায়ের পাশা হিমু,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বংশীকুন্ডা দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মিয়া,ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, সুখাইর রাজাপুর দঃ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা,জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম, সুখাইর উঃ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুলক দাস,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক,তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির আহমেদ প্রমুখ।